ফেনীতে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেলো বৃদ্ধের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৮:২৩ এএম, ৩০ এপ্রিল ২০২৫

ফেনীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৬২) মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) রাত সোয়া ৮টার দিকে শহরের গুদাম কোয়ার্টার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস রাত সোয়া ৮টার দিকে ফেনী স্টেশন সংলগ্ন গুদাম কোয়ার্টার এলাকা অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে। পরে রেলওয়ে স্টেশন পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। অজ্ঞাত ব্যক্তির মাথার অংশ কাটা পড়েছে। তার পরনে লুঙ্গি ও পাঞ্জাবি ছিল। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইকবাল হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আবদুল্লাহ আল-মামুন/এমএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।