স্কুলছাত্র অপহরণের সময় যুবক আটক, গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০১:৩২ এএম, ৩০ এপ্রিল ২০২৫

কুমিল্লা নগরীতে পুলিশ পরিচয়ে স্কুলছাত্রকে অপহরণের সময় মো. রাহাত নামের এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে নগরীর টমছমব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

ওই ছাত্রের নাম সাজিদ তালুকদার। সে নগরীর ইবনে তাইমিয়া স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাজিদ তালুকদার একাডেমি থেকে প্রাইভেট পড়ে বাসায় ফেরার পথে পুলিশ পরিচয়ে রাস্তা থেকে তুলে নেওয়ার চেষ্টা করেন রাহাত নামে এক যুবক।

এসময় দুজনের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে স্থানীয় এক ফল ব্যবসায়ী এগিয়ে এসে রাহাতের পরিচয় জানতে চাইলে তিনি পুলিশের লোক বলে জানান। পরে আইডি কার্ড দেখতে চাইলে দ্রুত পালানোর চেষ্টা করেন। এসময় উপস্থিত জনতা তাকে ধাওয়া করে আটক করে। পরে তাকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে।

টমছমব্রিজ ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর তোফায়েল আহমেদ বলেন, পুলিশ পরিচয়ে ইবনে তাইমিয়া স্কুলের একটি শিক্ষার্থীকে অপহরণের সময় স্থানীয়দের সহযোগিতায় রাহাত নামে এক যুবককে আটক করা হয়েছে। পরে তাকে কোতয়ালী থানা পুলিশের হাতে হস্তান্তর করা হয়। আর স্কুলছাত্রকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, আটক যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযোগ পেলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জাহিদ পাটোয়ারী/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।