তেল ওজনে কম দেওয়ায় পেট্রোল পাম্প সিলগালা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ১২:৩৭ এএম, ৩০ এপ্রিল ২০২৫

ফরিদপুরের বোয়ালমারীতে ওজনে জ্বালানি তেল কম দেওয়ায় মেসার্স স্বাধীন ফিলিং স্টেশনকে সিলগালা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যার দিকে অভিযান চালিয়ে সিলগালা করা হয়।

বিএসটিআই ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাম্পটির বিরুদ্ধে আগে থেকেই ওজনে কম দেওয়া অভিযোগ ছিল ভোক্তাদের। অভিযান চলাকালে মেসার্স স্বাধীন ফিলিং স্টেশনে অকটেন প্রতি ১০ লিটারে ৮০০ মিলি লিটার, পেট্রোল প্রতি ১০ লিটারে ২২০ মিলি লিটার কম দেওয়ায় বিষয়টি নজরে আসে। এছাড়া ডিজেলও পরিমাণে কম দেওয়ার বিষয়টি পরিলক্ষিত হয়। ফলে ওই ফিলিং স্টেশনের তিনটি ইউনিটই সিলগালা করে দেওয়া হয়।

এ বিষয়ে বক্তব্য জানতে মেসার্স স্বাধীন ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী সদানন্দের মোবাইলে যোগাযোগ করলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।

ফরিদপুর বিএসটিআইয়ের উপপরিচালক ও অফিস প্রধান মো. কামাল হোসেন জাগো নিউজকে বলেন, এটা আমাদের রুটিন দ্বায়িত্ব। পাম্পটিতে অভিযান চালিয়ে পেট্রোল, অকটেন, ডিজেল পরিমাপ করে ওজনে কম পাওয়া যায়। পরে তাৎক্ষণিকভাবে পাম্পটি সিলগালা করা হয়েছে।

এন কে বি নয়ন/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।