বিতর্কিত কর্মকাণ্ড, ৬ মাসের মাথায় ওসির বদলি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরিশাল
প্রকাশিত: ১২:৩৩ পিএম, ২৯ এপ্রিল ২০২৫
ওসি মো. সফিকুল ইসলাম

বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে বরিশালের বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলামকে বদলি করা হয়েছে বলে জানা গেছে।

সোমবার (২৮ এপ্রিল) রাতে তাকে বরিশালের হিজলা থানায় বদলি করা হয়েছে।

বদলির বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল) মো. মাসুম বিল্লাহ।

তিনি জাগো নিউজকে বলেন, সোমবার রাতে ওসির বদলির একটি চিঠি পেয়েছি। তবে কী কারণে তাকে বদলি করা হয়েছে সে বিষয় স্পষ্ট নয়।

জানা গেছে, গত ২২ সেপ্টেম্বর বাকেরগঞ্জ থানায় যোগ দেন ওসি মো. সফিকুল ইসলাম। এর ১১ দিনের মাথায় দায়িত্বে অবহেলার অভিযোগে ৪ অক্টোবর তাকে বরিশাল পুলিশ লাইনে ক্লোজ করা হয়। পরবর্তীতে ১৬ অক্টোবর পুনরায় তাকে বাকেরগঞ্জ থানায় দায়িত্ব দেওয়া হয়।

দায়িত্ব গ্রহণের পর থেকে তার বিরুদ্ধে প্রকাশ্যে ঘুরে বেড়ানো বিভিন্ন মামলার আসামিদের গ্রেফতার না করা, বিশেষ রাজনৈতিক দলের নেতাকর্মীদের সুযোগ-সুবিধা দেওয়া, আওয়ামী লীগ নেতাকর্মীদের মামলার রেকর্ড ও প্রতিবেদনের নামে ঘুষ গ্রহণসহ নানা বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ ওঠে। সম্প্রতি এক তরুণীকে ধর্ষণ মামলায় এজাহারভুক্ত আসামি প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাকে গ্রেফতার না করায় রেঞ্জ ডিআইজির কাছে অভিযোগ করে ভুক্তভোগী তরুণীর পরিবার। এ ঘটনার কয়েকদিনের মাথায় ওসি মো. সফিকুল ইসলামকে বদলি করা হলো।

শাওন খান/এমএন/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।