কীর্তনখোলা নদীতে বালু উত্তোলন বন্ধ ও বাঁধ নির্মাণের দাবি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরিশাল
প্রকাশিত: ০৪:৩৩ পিএম, ২৮ এপ্রিল ২০২৫

বরিশালের কীর্তনখোলা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও নদী ভাঙনরোধে বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা।

সোমবার (২৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে নগরীর সদর রোড অশ্বিনী কুমার টাউন হলের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সংহতি প্রকাশ করে বাসদের জেলার সদস্যসচিব ডা. মনীষা চক্রবর্তী বলেন, প্রতিদিন রাতে কীর্তনখোলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। ফলে নদীর পাড়ে তীব্র ভাঙন দেখা দিয়েছে। অনেক বাসাবাড়ি, কৃষিজমি ও স্থাপনা হুমকির মুখে পড়েছে।

এলাকাবাসীর দাবি, অবিলম্বে রূপাতলী ধান গবেষণা রোড থেকে গ্যাসটারবাইন পর্যন্ত একটি টেকসই বেড়িবাঁধ নির্মাণ করতে হবে।

কীর্তনখোলা নদীতে বালু উত্তোলন বন্ধ ও বাঁধ নির্মাণের দাবি

বক্তারা আরও বলেন, বারবার অভিযোগ দিয়েও কোনো সুফল পাওয়া যায়নি। বরং প্রশাসনের নীরবতার সুযোগে রাতের আঁধারে ড্রেজিং কার্যক্রম আরও বেড়েছে। এ অবস্থা চলতে থাকলে পুরো এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যাবে।

স্থানীয় বেল্লাল গাজীর সভাপতিত্বে মানববন্ধনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর সাধারণ সম্পাদক সুজন আহমেদ, মো. সাকিবুল ইসলাম, মো. রাব্বি হাওলাদার, নার্গিস বেগম, শাহিন বক্তব্য রাখেন।

মানববন্ধন শেষে একটি মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক ও পুলিশ কমিশনার বরাবর স্মারকলিপি পেশ করেন।

শাওন খান/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।