প্রেমিকা অন্তঃসত্ত্বার খবর শুনে পালালো প্রেমিক

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি ঈশ্বরদী (পাবনা)
প্রকাশিত: ০৩:২৯ পিএম, ২৮ এপ্রিল ২০২৫

প্রেমিকার অন্তঃসত্ত্বার খবর শুনে পালিয়ে গেছেন প্রেমিক। প্রেমিকের বাড়িতে গিয়েও তার সন্ধান মেলেনি। পরে নিরুপায় পুলিশের দ্বারস্থ হয়েছেন প্রেমিকা। সোমবার (২৮ এপ্রিল) পাবনার ঈশ্বরদী থানায় গিয়ে দেখা মেলে ওই তরুণীর।

ভুক্তভোগী তরুণী বলেন, উপজেলার ছলিমপুর ইউনিয়নের জগন্নাথপুর বালুরখাদ মোড় এলাকার মৃত ইব্রাহিম হোসেনের ছেলে শিমুল হোসেনের সঙ্গে দুই বছরের প্রেমের সম্পর্ক। শিমুল বিয়ের আশ্বাস দিয়ে শারীরিক সম্পর্ক করেন। আমাকে কথা দিয়েছিলেন মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত পাশে থাকবেন। কিন্তু আমার দুর্ভাগ্য যাকে মনপ্রাণ দিয়ে ভালোবাসলাম তিনি এখন আমাকে বিয়ে না করে পালিয়ে বেড়াচ্ছেন। আমি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। এ অবস্থায় শিমুলকে বিয়ে করা ছাড়া আমার আর কোনো উপায় নেই।

অভিযুক্ত শিমুল হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) এবিএম মরিুল ইসলাম জানান, ভুক্তভোগী তরুণীর লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেখ মহসীন/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।