সাবেক এমপির বাড়ি থেকে ইয়াবাসহ চার নারী ছয় পুরুষ আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৬:৪৯ পিএম, ২৬ এপ্রিল ২০২৫

অসামাজিক ও অবৈধ কার্যকলাপের অভিযোগে দিনাজপুরে সাবেক এমপির বাড়ি থেকে চার নারী ও ছয় পুরুষকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

শুক্রবার (২৫ এপ্রিল) রাত ১১টার সময় শহরের লিলির মোড় (পাহাড়পুর) এলাকায় সাবেক সংসদ সদস্য মোখলেসুর রহমানের বাড়ি থেকে ‘মেডিসিন মার্ট’র স্বত্বাধিকারী আহম্মেদ তানভির হুদা সুষমসহ ছয় পুরুষ ও চার নারীকে আটক করা হয়।

আটকরা হলেন মেডিসিন মার্টের স্বত্বাধিকারী আহম্মেদ তানভির হুদা সুষম (৫৪), গোলাম মোহাম্মাদ মমতাজুর রহমান রাজ (৩২), মো. পারভেজ আলম রাজু (২১), বিষ্ণু রায় (২৬), শামিম হোসেন (৪৫), রুবেল ইসলাম (৩৫), জবা চৌধুরী সারা (১৮), রিমি বেগম (২৩), মনি আক্তার (১৮) ও মোছা. নিলিমা ইসলাম (১৯)।

সাবেক এমপির বাড়ি থেকে ইয়াবাসহ চার নারী ছয় পুরুষ আটক

দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান জানান, আটকদের কাছ থেকে দুই হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এছাড়া দুটি মোটরসাইকেল, ছয়টা স্মার্টফোন এবং দুটা বাটন ফোনসহ মাদক বিক্রির নগদ ১ লাখ ১২ হাজার টাকা পাওয়া গেছে।

এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হওয়ার পর শনিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়। বিকারক তাদের জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন।

এমদাদুল হক মিলন/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।