সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৯:৩৮ এএম, ২২ এপ্রিল ২০২৫
প্রবাসী মো. মিজান

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মো. মিজান (৪৮) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। তার বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায়।

বাংলাদেশ সময় সোমবার (২১ এপ্রিল) ভোরে সৌদি আরবের আবহা শহরের মাহাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিজান ফরিদগঞ্জের ৬ নম্বর গুপ্টি পশ্চিম ইউনিয়নের আদশা গ্রামের বাসিন্দা মৃত এরশাদ মিজির বড় ছেলে। তিনি এক কন্যা ও এক পুত্র সন্তানের বাবা।

নিহতের চাচাতো ভাই মানিক হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি সৌদি আরবে নিহত মিজানের কাছে বসবাস করেন। মানিক জানান, প্রতিদিনের মতো সোমবার স্থানীয় সময় রাত ২টার দিকে মিজান মালামাল লোড করে গাড়ি নিয়ে ফেরার পথে একটি দ্রুতগতির গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মানিক আরও বলেন, খবর পেয়ে ভোরে হাসপাতালে গিয়ে দেখি ভাই আর বেঁচে নেই। মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।

পারিবারিক সূত্রে জানা যায়, মিজান ২২ বছর ধরে সৌদি আরবের আবহা শহরে বসবাস করছিলেন। তিনি নিজস্ব একটি পণ্যবাহী গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। আড়ত থেকে সবজি সংগ্রহ করে খুচরা বাজারে সরবরাহ করতেন তিনি।

মিজানের আরেক চাচাতো ভাই ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পারভেজ মোশারফ জানান, মিজান পাঁচ ভাইবোনের মধ্যে সবার বড় ছিলেন। এর আগে তার ছোট ভাই আহসান ক্যান্সারে ও ছোট বোন বেবি আক্তার অসুস্থতাজনিত কারণে মারা যান। তিন বছর আগে তাদের পিতা মারা যান।

শরীফুল ইসলাম/এমএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।