কুষ্টিয়ায় যাত্রীবাহী ট্রেনে মিললো ৪ কোটি টাকার এলএসডি, গহনা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০৪:৩৬ এএম, ১৬ এপ্রিল ২০২৫
মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে কুষ্টিয়ার কোর্ট রেলস্টেশনে বেনাপোল এক্সপ্রেস নামক ট্রেন থেকে এলএসডি ও সিটি গোল্ডের গহনা উদ্ধার করে ৪৭ বিজিবি

কুষ্টিয়া কোর্ট স্টেশনে যাত্রীবাহী ট্রেনে তল্লাশি চালিয়ে ৪ কোটি ১৮ লাখ টাকার ভয়ংকর মাদক লাইসার্জিক অ্যাসিড ডাইইথ্যালামাইড (এলএসডি) ও ভারতীয় সিটি গোল্ডের গহনা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেল ৪টা ২০ মিনিটের দিকে কুষ্টিয়া শহরের কোর্ট রেলস্টেশনে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালিয়ে এসব মাদক ও গহনা উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

বিজিবির কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান জানান, মঙ্গলবার বিকেলে বেনাপোল এক্সপ্রেসে করে এলএসডি ও সিটি গোল্ডের গহনার একটি বড় চালান ঢাকা যাচ্ছে- এমন তথ্য পেয়ে বিজিবির বিশেষ টহল দল কোর্ট স্টেশনে অবস্থান নেয়।

বিকেল ৪টা ২০মিনিটের দিকে ট্রেনটি কোর্ট রেলস্টেশনে পৌঁছালে বিজিবির টহল দল তল্লাশি শুরু করে। এ সময় ৫০ এমএলের ৮ বোতল ভারতীয় এলএসডি ও ৯৪৮ পিস সিটি গোল্ডের গহনা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ১৮ লাখ ১০ হাজার ১০০ টাকা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

উদ্ধারকৃত এলএসডি ও জুয়েলারি উদ্ধারের ব্যাপারে আইন অনুযায়ী কুষ্টিয়া মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান এই বিজিবি কর্মকর্তা।

আল-মামুন সাগর/এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।