গাইবান্ধার সাবেক এমপি শাহ সারওয়ার কবির দিনাজপুরে গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ১১:৪৭ পিএম, ১৫ এপ্রিল ২০২৫
মঙ্গলবার (১৬ এপ্রিল) রাতে দিনাজপুরে বোনের বাসা ‘দীবা গার্ডেন’ থেকে গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) শাহ সারওয়ার কবিরকে গ্রেফতার করা হয়

দিনাজপুর থেকে গ্রেফতার হয়েছেন গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) শাহ সারওয়ার কবির। তিনি বোন আফরোজা পারভীন কবিরের বাসায় আত্মগোপনে ছিলেন।

মঙ্গলবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে শহরের ঈদগাহ বস্তি এলাকায় বোনের বাসা ‘দীবা গার্ডেন’ থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

বিজ্ঞাপন

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত ককমর্কর্তা (ওসি) মো. মতিয়ার রহমান। তিনি বলেন, সারওয়ার কবিরকে দিনাজপুর কোতোয়ালি থানায় নিয়ে আসা হয়েছে।

শাহ সারওয়ার কবির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে গাইবান্ধা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে তিনি গাইবান্ধা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। তিনি গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, শাহ সারওয়ার কবির দিনাজপুর শহরের ঈদগাহ বস্তি এলাকায় একটি বাড়িতে অবস্থান নিয়েছেন। পরে ওই এলাকায় কয়েকটি বাড়িতে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।'

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

দিনাজপুর জেলা পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন বলেন, সাবেক এমপি শাহ সরওয়ার কবির একাধিক মামলার আসামি। দিনাজপুরে আত্মগোপনে থাকা অবস্থায় তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় বিস্ফোরক দ্রব্য আইন, ভাঙচুর ও অগ্নিসংযোগসহ বিভিন্ন অভিযোগে দুটি মামলা রয়েছে।

এমদাদুল হক মিলন/এসএএইচ/এএসএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।