গাজায় গণহত্যার প্রতিবাদে বুধবার রংপুর নগরীতে ধর্মঘট

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রংপুর
প্রকাশিত: ০৭:০২ পিএম, ১৫ এপ্রিল ২০২৫

গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে রংপুর নগরীতে বুধবার (১৬ এপ্রিল) অর্ধবেলা ধর্মঘটের ডাক দিয়েছেন ব্যবসায়ীরা। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নগরীর সব দোকানপাট বন্ধ থাকবে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ কথা জানান সংগঠনের প্রেসিডেন্ট আকবর আলী ও মহানগর দোকান মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক তানবীর হোসেন আশরাফী।

সংবাদ সম্মেলনে বলা হয়, গাজায় গণহত্যার প্রতিবাদে বুধবার রংপুর নগরীর সুপার মার্কেটের সামনে বিক্ষোভ সমাবেশ, ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহুর কুশপুত্তলিকা দাহ ও শহীদদের জন্য দোয়া কর্মসূচি পালন করা হবে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ কর্মসূচি চলাকালে নগরীর সব দোকানপাট বন্ধ থাকবে।

এসময় ইসরায়েলের সব পণ্য বয়কটের ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মহানগর দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, সুপার মার্কেট দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক রশিদুজ্জামান বুলবুল, জেলা দোকান মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম, রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক এমদাদ হোসেন, জুয়েলারি ব্যবসায়ী সমিতির সংগঠক আব্দুল আলীম বুলু, মোটরসাইকেল পার্টস ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেছুর রহমানসহ অন্যরা।

জিতু কবীর/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।