মিরসরাইয়ে ঐতিহ্যবাহী বলীখেলা, অর্ধলাখ দর্শকের সমাগম

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ০৯:৫৩ পিএম, ১৪ এপ্রিল ২০২৫

চট্টগ্রামের মিরসরাইয়ে বাংলা নববর্ষ উপলক্ষে ঐতিহ্যবাহী বলীখেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) বিকেলে উপজেলার ইছাখালী ইউনিয়নের টেকেরহাট এলাকার পুরাতন বেড়িবাঁধ সংলগ্ন জমিতে বলীখেলা অনুষ্ঠিত হয়। খেলা দেখতে দূর-দূরান্ত থেকে প্রায় ৫০ হাজার দর্শকের সমাগম ঘটে।

ছোট, মাঝারি ও বড়দের বলীখেলায় মোট ৫০ জন প্রতিযোগী অংশ নেন। পার্শ্ববর্তী বিভিন্ন জেলা-উপজেলা থেকে খেলায় অংশ নিতে আসেন প্রতিযোগীরা। এতে চ্যাম্পিয়ন হয়েছেন ইছাখালী ইউনিয়নের আমিনবাজার এলাকার কামরুল বলী। চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় তাকে ফ্রিজ উপহার দেওয়া হয়।

বিজ্ঞাপন

মিরসরাইয়ে ঐতিহ্যবাহী বলীখেলা, অর্ধলাখ দর্শকের সমাগম

বলীখেলায় অংশ নেওয়া সানাউল করিম স্বপন বলেন, ‘আমি ৩০ বছর ধরে বলীখেলায় অংশ নিয়ে আসছি। মিরসরাই ছাড়াও সীতাকুণ্ড, ছাগলনাইয়াসহ বিভিন্ন উপজেলায় অন্তত শতাধিক বলীখেলায় অংশ নিয়েছি। অনেক বছর পর আজ খেলায় অংশ নিয়ে বাইসাইকেল জিতলাম।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মিরসরাইয়ে ঐতিহ্যবাহী বলীখেলা, অর্ধলাখ দর্শকের সমাগম

আনোয়ারা উপজেলা থেকে বলীখেলায় অংশ নিতে আসেন রাজন বলী। তিনি বলেন, ‘লালদীঘিতে জব্বারের বলীখেলায়ও অংশ নিয়েছি। এবার ইছাখালী টেকেরহাট এলাকায় আমিসহ চারজন এসেছি। কয়েকটিতে জয়ী হয়েছি। শেষবার স্বপন বলীর কাছে হেরে যাই।’

মিরসরাইয়ে ঐতিহ্যবাহী বলীখেলা, অর্ধলাখ দর্শকের সমাগম

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

টেকেরহাট বলীখেলা আয়োজক কমিটির সমন্বয়ক মঞ্জুরুল হক মঞ্জু বলেন, ইছাখালীতে ঐতিহ্যগতভাবে বলীখেলা অনুষ্ঠিত হয়ে আসছিল। বিগত কয়েক বছর বন্ধ থাকার পর আবারও শত বছরের গ্রাম-বাংলার জনপ্রিয় এই খেলার আয়োজন করা হয়েছে। খেলায় বিভিন্ন উপজেলার প্রায় অর্ধশত বলী অংশ নেন।

এম মাঈন উদ্দিন/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।