মিনিবাস-অটোরিকশার সংঘর্ষে শিশু নিহত, বাসে আগুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৯:২৩ পিএম, ১৪ এপ্রিল ২০২৫

গাজীপুর মহানগরীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়া এলাকায় মিনিবাস-অটোরিকশার সংঘর্ষে এক শিশু নিহত ও দুজন আহত হয়েছেন। এ ঘটনায় বাসটিতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা।

সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে মহানগরীর বাসন থানার ওই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায়সার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়া এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয় মিনিবাস। এতে অটোরিশকাটি উল্টে গিয়ে এক শিশু যাত্রী ঘটনাস্থলেই নিহত ও অপর দুজন আহত হন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ ঘটনায় উত্তেজিত জনতা চ্যাম্পিয়ন পরিবহনের বাসটিতে আগুন ধরিয়ে দেন। এতে প্রায় আধাঘণ্টা ওই মহাসড়কে যানবাহন চলাচল বিঘ্নিত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

বাসন থানার ওসি কায়সার আহমেদ বলেন, হতাহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা একটি বাসে আগুন দিয়েছেন। মরদেহ উদ্ধারসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বর্তমানে ওই সড়কে যানচলাচল স্বাভাবিক আছে।

মো. আমিনুল ইসলাম/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।