এসএসসি পরীক্ষায় বসছে প্রবেশপত্র না পাওয়া সেই ১৩ শিক্ষার্থী

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি টেকনাফ (কক্সবাজার)
প্রকাশিত: ০৮:০৪ পিএম, ১৪ এপ্রিল ২০২৫

ইংরেজি প্রথমপত্র পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে প্রবেশপত্র না পাওয়া কক্সবাজারের উখিয়া হলদিয়া পালং আদর্শ বিদ্যাপীঠের ১৩ শিক্ষার্থী।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল ইসলাম চৌধুরী।

বিজ্ঞাপন

তিনি বলেন, উখিয়ার হলদিয়া পালং বিদ্যাপীঠের ১৩ শিক্ষার্থী সিন্ডিকেট কবলে পড়ে চলমান এসএসসি পরীক্ষার প্রবেশপত্র পায়নি। এজন্য তারা বাংলা প্রথমপত্র পরীক্ষায় অংশ নিতে পারেনি। এ ঘটনায় জড়িত প্রধান শিক্ষক মো. ইউনুসকে আটকের পরে কারাগারে পাঠানো হয়েছে। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহায়তায় মঙ্গলবার (১৫ এপ্রিল) থেকে শুরু হওয়া ইংরেজি প্রথমপত্র পরীক্ষায় ওই ১৩ শিক্ষার্থী অংশ নিতে পারবে।

আরও পড়ুন:

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

উখিয়ার রুমঁখা পালং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন বলেন, প্রবেশপত্র না পেয়ে হলদিয়া পালং আদর্শ বিদ্যাপীঠের ১৩ শিক্ষার্থীকে প্রবেশপত্র দেওয়া হয়েছে। তারা পালং আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিতে পারবে।

জাহাঙ্গীর আলম/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।