বগুড়ায় আওয়ামী ও স্বেচ্ছাসেবক লীগের ৩ নেতাকর্মী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০২:৫৫ পিএম, ১৪ এপ্রিল ২০২৫

হত্যা ও নাশকতা মামলায় বগুড়ার শাজাহানপুরে আওয়ামী লীগ এবং স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

তারা হলেন- উপজেলার আমরুল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমিনুল হক মুক্তা (৩৮), আশেকপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কর্মী রাফিউর ইসলাম ওরফে রাফি (২৯) এবং উপজেলার কৈগাড়ী এলাকার স্বেচ্ছাসেবক লীগের কর্মী রিমন খান (২৭)।

বিজ্ঞাপন

শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। তাদের বিরুদ্ধে ২০২৩ সালের ৫ নভেম্বর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিক্ষোভ কর্মসূচিতে হামলা, গুলি ও বোমাবাজির অভিযোগে মামলা রয়েছে।

এছাড়া গ্রেফতার মোমিনুল হক মুক্তার বিরুদ্ধে ২০২৩ সালের ৩ ডিসেম্বর সকালে উপজেলার সাজাপুর ফুলতলা ফটকি এলাকায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ডাকে নির্বাচন প্রতিহত করতে বিক্ষোভ কর্মসূচিতে হামলা, গুলি ও বোমাবাজি করে যুবদল নেতা ফোরকানকে হত্যার অভিযোগে মামলা রয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম জানিয়েছেন, গ্রেফতাররা হত্যা ও নাশকতা মামলার আসামি। তাদের রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।

এলবি/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।