সীতাকুণ্ডে রড কারখানায় লিফট ছিঁড়ে দুই শ্রমিক নিহত

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ০৫:৪৩ পিএম, ১৩ এপ্রিল ২০২৫

চট্টগ্রামের সীতাকুণ্ডে জিপিএইচ ইস্পাত কারখানায় লিফট ছিঁড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। রোববার (১৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার কুমিরা ইউনিয়নের সুলতানা মন্দির এলাকার ওই কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

শ্রমিকরা হলেন, সীতাকুণ্ডের সুলতানা মন্দির এলাকার রোকনুজ্জামানের ছেলে মো. মোস্তফা (২৫) ও মিরসরাই উপজেলার ১৪ নম্বর হাইতকান্দি ইউনিয়নের করুয়া এলাকার শামসুল হকের ছেলে রিফাত (২৫)।

বিজ্ঞাপন

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, জিপিএইচ ইস্পাত কারখানায় কাজ করার সময় লিফট ছিঁড়ে নিচে পড়ে মোস্তফা ও রিফাত গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মোস্তফাকে মৃত ঘোষণা করেন। আহত রিফাতকে হাসপাতালের নিউরো সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে তিনিও মারা যান।

তিনি বলেন, লিফট দুর্ঘটনার খবর পেয়ে কারখানায় পুলিশ পাঠানো হয়। দুই শ্রমিকের মরদেহ চমেক হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে মোস্তফা ও রিফাতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

এ বিষয়ে জিপিএইচ ইস্পাত কারখানার নির্বাহী পরিচালক আলমাস শিমুলের মোবাইল ফোনে কল দেওয়া হলে তিনি রিসিভ করেননি।

এম মাঈন উদ্দিন/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।