রাজবাড়ীতে কারাগারে আওয়ামী লীগের ২০ নেতাকর্মী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৫:০৮ পিএম, ১৩ এপ্রিল ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় আওয়ামী লীগের ২০ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (১৩ এপ্রিল) দুপুরে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতে ২০ নেতাকর্মী আত্মসমর্পণ ক‌রে জা‌মিন আবেদন কর‌লে বিচারক মো. তাম‌জিদ আহ‌মেদ এ আদেশ দেন।

বিজ্ঞাপন

কারাগারে পাঠানো আসামিরা হলেন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দীন আহম্মেদ সুজন, সাজ্জাদুল কবির জিম, ইব্রাহিম মণ্ডল, দেলোয়ার হোসেন রনি, সোহরাব রিপন মোল্লা, রনি, আমিরুল ইসলাম, আইয়ুব শেখ, পান্নু সরদারসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ২০ নেতাকর্মী।

মামলাটি করেছেন শিক্ষার্থী রা‌জিব মোল্লা। এতে সাবেক এম‌পি কাজী কেরামত আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীসহ ১৭০ নেতাকর্মীর নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ৩০০ জন‌কে আসামি করা হয়। ৩০ আগস্ট রাজবাড়ী সদর থানায় মামলা‌টি হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদাল‌তের পি‌পি অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক জানান, আসামিরা হাইকো‌র্টের আদেশ অমান্য ক‌রে‌ছেন এবং জজ‌কো‌র্টে হা‌জির হ‌ননি। আজ ম্যাজিস্ট্রেট কো‌র্টে হা‌জির হলে উচ্চ আদাল‌তের আদেশ অমান‌্য করায় বিচারক সবাইকে কারাগারে পাঠান।

রুবেলুর রহমান/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।