পাবনায় বাটার শো রুমে গ্লাস ভাঙচুর, আটক ৪

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ০৩:৫৭ পিএম, ১২ এপ্রিল ২০২৫

পাবনায় মিছিল থেকে বাটার শো রুমে ইটপাটকেল ছুড়ে গ্লাস ভাঙচুরের ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। শনিবার (১২ এপ্রিল) দুপুরে শহরের স্বাধীনতা চত্বর থেকে তাদের আটক করা হয়।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে ছাত্র-জনতার ব্যানারে একটি মিছিল বের হয়। মিছিলটি দুপুর পৌনে ১টার দিকে শহরের স্বাধীনতা চত্বরে আসার সময় সড়কের পাশের বাটার শোরুমে ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় শোরুমের কয়েকটি গ্লাস ভেঙে যায়। পরে পুলিশ মিছিল থেকে চারজনকে আটক করে।

বিজ্ঞাপন

পাবনায় বাটার শো রুমে গ্লাস ভাঙচুর, আটক ৬

এর আগে গত ৭ এপ্রিল বেলা ১১টার দিকে প্রথম ফিলিস্তিনের পক্ষে বড় একটি বিক্ষোভ মিছিল বের করে পাবনার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেয়। ওই দিনও লতিফ টাওয়ারের বাটা শোরুমে জুতা ও ঢিল নিক্ষেপ করে বিক্ষোভকারীরা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আলমগীর হোসাইন নাবিল/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।