বাগেরহাটের যুবলীগ নেতা টাইগার জলিল গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খুলনা
প্রকাশিত: ০৫:৪০ এএম, ১২ এপ্রিল ২০২৫
গ্রেফতার টাইগার জলিল

যুবলীগ নেতা ও বাগেরহাট জেলা পরিষদের সদস্য মো. আব্দুল জলিল ওরফে টাইগার জলিলকে (৩৯) গ্রেফতার করেছে খুলনা মহানগর ডিবি পুলিশ।

শুক্রবার (১১ এপ্রিল) রাত ৯টার দিকে নগরীর সদর এলাকার বিগ বাজার শপিং মলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

পুলিশ সূত্র জানায়, মো. আব্দুল জলিলে বাগেরহাটের মোংলা উপজেলার বাসিন্দা। তিনি যুবলীগ নেতা এবং বাগেরহাট জেলা পরিষদের সদস্য। তার বিরুদ্ধে বাগেরহাট ও মোংলায় চাঁদাবাজি ও দখলবাজির একাধিক অভিযোগ রয়েছে। তিনি এলাকায় টাইগার জলিল নামে পরিচিত। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগও রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে খুলনা সদর থানায় একটি মামলা রয়েছে।

খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৈমুর ইসলাম জানান, জলিলের বিরুদ্ধে খুলনা সদর থানায় একটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

আরিফুর রহমান/ইএ 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।