করিমগঞ্জে নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ তরুণের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৫:১৯ এএম, ১২ এপ্রিল ২০২৫
কিশোরগঞ্জের করিমগঞ্জে তরুণের মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের করিমগঞ্জের ধনু নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১১ এপ্রিল) বিকেল সোয়া ৫টার দিকে ধনু নদীর আলীর চর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

বিজ্ঞাপন

মৃত উমর সিদ্দিক (১৮) করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের সুতারপাড়া গ্রামের আবু বক্করের ছেলে।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারী এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

তিনি জানান, শুক্রবার বিকেল ৩টার দিকে ধনু নদীতে মাছ ধরতে গিয়ে উমর সিদ্দিক ডুবে যান। স্থানীয়রা উদ্ধারে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে তার মরদেহ করিমগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এসকে রাসেল/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।