সংস্কারের ব্যাপারে আমাদের দলে কোনো দ্বিমত নেই: মিন্টু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৯:৪৬ পিএম, ১১ এপ্রিল ২০২৫

বিএনপির ভাইস চেয়ারম‌্যান আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, সংস্কারের ব্যাপারে আমাদের দলে কোনো দ্বিমত নেই। কিন্তু আমরা এটাও চাই না, দেশে জনপ্রতিনিধিত্বশীল ছাড়া একটা সরকার দীর্ঘদিন পরিচালিত হোক। এ সরকারকে আমরা সাপোর্ট দিয়ে যাচ্ছি, আরও দেবো। অবাধ-সুষ্ঠু ও গ্রহণযোগ‌্য নির্বাচনের জন্য যে সংস্কার প্রয়োজন সেটা দ্রুত করা হোক। ডিসেম্বর থেকে জানুয়ারিতে নির্বাচন হলে সমস‌্যা নাই। কিন্তু ডিসেম্বর থেকে জুন বললে দ্বিধার সৃষ্টি হয়।

শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে রাজবাড়ীর বালিয়াকান্দিতে বড় হিজলী মাদরাসা মাঠে একটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

মিন্টু বলেন, কয়েকদিন আগে একটা বিনিয়োগ সম্মেলন হয়েছে। দেশে রাজনৈতিক নিশ্চয়তা, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক সরকার যদি না থাকে তাহলে বিনিয়োগ খুব একটা আসবে না। বিনিয়োগ সম্মেলন ও সরকারকে আমরা সাধুবাদ জানাই এবং আমরা চাই দেশের অর্থনীতি প্রবৃদ্ধি ও মানুষের জীবনমানের উন্নয়ন। এ জন‌্য যেমন বিনিয়োগ বাড়াতে হবে, তেমনি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে।

তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে আমাদের নেতাকর্মীদের শান্ত থেকে জনগণের সঙ্গে এক হয়ে কাজ করতে হবে। জনগণ যেন কোনো কিছুতে আমাদের ওপর বিরক্ত না হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

এসময় কৃষকদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া সম্রাট, জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু, সদস্যসচিব অ্যাডভোকেট কামরুল আলম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, সাবেক সদস্যসচিব মঞ্জুরুল আলম দুলাল, যুগ্ম-আহ্বায়ক রেজাউল করিম শিকদার পিন্টু, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবুল হোসেন খান, সাবেক সাধারণ সম্পাদক খন্দকার মশিউল আজম চুন্নু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, নব ঘোষিত সদস‌্যসচিব তুহিনুর রহমান, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান প্রমুখ উপস্থিত ছিলেন।

রুবেলুর রহমান/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।