বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও বাড়িঘরে হামলার অভিযোগ

নেত্রকোনায় চাঁদা না দেওয়ায় মাদরাসা সুপারকে মারধরের অভিযোগ উঠেছে ইউনিয়ন বিএনপি নেতার বিরুদ্ধে।
অভিযুক্ত আবুল কালাম আজাদ রেনু মিয়া নেত্রকোনা সদর উপজেলার মৌগাতি ইউনিয়ন বিএনপির সভাপতি।
আর ভুক্তভোগী মাওলানা আনিসুর রহমান একই ইউনিয়নের হেফাজতে ইসলামের যুগ্ম সাধারণ সম্পাদক এবং বড় গরদী বাগানবাড়ী মসজিদের ইমাম।
হামলা-ভাঙচুরের প্রতিবাদে বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে নেত্রকোনা সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের হাটখলা বাজারে বিক্ষোভ মিছিল করে হেফাজতে ইসলামের জেলা ও স্থানীয় নেতারা।
হেফাজত নেতারা বলেন, গরদী ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার আব্দুল খালেক খানকে ৮ এপ্রিল দুপুরে ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ রেনু মিয়ার নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী অফিস থেকে মারধর করে বের করে দেন। এর প্রতিবাদে বুধবার দুপুরে মাদরাসা প্রাঙ্গণে মানববন্ধন করেন শিক্ষার্থী ও এলাকাবাসী।
এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে বুধবার সন্ধ্যায় বিএনপি নেতা আবুল কালাম আজাদের নেতৃত্বে আনিসুরের বাড়িতে হামলা চালানো হয়।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে আবুল কালামের মোবাইলে একাধিকবার কল দেওয়া হলেও তিনি কোনো সাড়া দেননি।
তবে এ ঘটনায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান পাঠান এবং এসএম মনিরুজ্জামান দুদুসহ ৫ সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে।
কমিটির সদস্য এসএম মনিরুজ্জামান দুদু বলেন, আমরা বিষয়টি তদন্ত করে জেলা কমিটির কাছে রিপোর্ট দেবো। তদন্তের পর ঘটনার সত্যতা নিশ্চিত করা যাবে।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ জানান, গরদী মাদরাসার সুপার আব্দুল খালেক খানকে লাঞ্ছিত করার ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্ত শুরু করেছে। তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এইচ এম কামাল/জেডএইচ/জিকেএস