মেঘনায় গোসল করতে নেমে দুই বোনের মৃত্যু

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ০৮:৫৬ এএম, ১১ এপ্রিল ২০২৫
মেঘনার শাখা নদী

কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীতে গোসল করতে নেমে তানিয়া (১২) ও লামিয়া (৮) নামে দুই বোনের মৃত্যু হয়েছে। তারা উপজেলার আগানগর ইউনিয়নের নবীপুর গ্রামের প্রবাসী শহীদ মিয়ার দুই মেয়ে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার আগানগর ইউনিয়নের চরপাড়া এলাকার মেঘনা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্র জানা গেছে, নবীপুরের নিজ বাড়ি থেকে তানিয়া ও লামিয়া মায়ের সঙ্গে চরপাড়ায় তাদের নানা বাড়ি বেড়াতে যায়। বৃহস্পতিবার দুপুরে অন্যদের সঙ্গে দুই বোন মেঘনা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে তানিয়া ও লামিয়া পানিতে তলিয়ে যায়। পরবর্তীতে নিখোঁজ দুজনকে খোঁজাখুঁজির পর সন্ধ্যার দিকে তাদের মরদেহ উদ্ধার করে এলাকাবাসী।

এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানি বলেন, মেঘনা নদীতে গোসল করতে নেমে হঠাৎ দুই বোন পানিতে তলিয়ে নিখোঁজ হন। পরবর্তীতে স্থানীয়রা তাদের খোঁজাখুঁজির পর নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রাজীবুল হাসান/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।