সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ০৯:৪১ পিএম, ১০ এপ্রিল ২০২৫

চট্টগ্রামের সীতাকুণ্ডে মুসলিম উদ্দিন (৪২) নামে যুবলীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।

মুসলিম উদ্দিন উপজেলার মুরাদপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম-সম্পাদক ছিলেন। তিনি ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু তাহেরের ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৬টার দিকে বেড়িবাঁধ এলাকায় নির্মাণাধীন একটি কারখানার বাইরে ১০-১২ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে মুসলিম উদ্দিনের ওপর অতর্কিত হামলা করে। এ সময় দুর্বৃত্তরা তাকে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। খবর পেয়ে পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নিয়ে যান। সেখানে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মুসলিম উদ্দিনের শ্বশুর বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী মেম্বার বলেন, বেড়িবাঁধ এলাকায় নির্মাণাধীন একটি কারখানায় সুপারভাইজার ছিলেন মুসলিম উদ্দিন। সন্ধ্যা দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালিয়ে তাকে জখম করে। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মুসলিমের ছোট ভাই মোমিন উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে এলাকার বিএনপির সন্ত্রাসীরা চাঁদা দাবি করে আসছে। চাঁদা না দেওয়ায় বৃহস্পতিবার বিকেলে আমার ভাইকে কুপিয়ে হত্যা করে। আমার ভাইয়ের হত্যার বিচার চাই।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

এ বিষয়ে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, মুরাদপুর ইউনিয়নের একজন মারা যাওয়ার খবর শুনেছি। মরদেহ এখন হাসপাতালে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এম মাঈন উদ্দিন/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।