মায়ের ইচ্ছা পূরণ

মৃত্যুর আগেই ‘চল্লিশা’, এলাকাবাসীকে খাওয়ানো হলো গরু-খাসি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০৯:১১ পিএম, ১০ এপ্রিল ২০২৫

রাজশাহীর পবা উপজেলার কমলাপুর গ্রামের বাসিন্দা বানেছা বেগম। বর্তমানে তার বয়স ৯৫ বছর। ১২ সন্তানের জননী বানেছা বেগমের ইচ্ছা মৃত্যুর আগে নিজের ভুলত্রুটি ক্ষমা চেয়ে এলাকাবাসীকে পেট ভরে খাওয়া-দাওয়া করিয়ে দোয়া নেবেন।

মায়ের ইচ্ছা পূরণে বিলম্ব করেননি সন্তানরাও। আয়োজন করা হয় খাওয়া-দাওয়ার। কেনা হয় গরু ও খাসি। রান্না করা হয় ভাত, গরুর মাংস, মাছ, আলুর ঘন্টো ও খাসির মাংস। বৃহস্পতিবার (১০ এপ্রিল) এ আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

মৃত্যুর আগেই ‘চল্লিশা’, এলাকাবাসীকে খাওয়া হলো গরু-খাসি

দুপুর ১২টা বাজতেই খাবারের প্যান্ডেলে আসা শুরু করেন এলাকার লোকজন। খাওয়া শেষে পরিবারের সদস্য ও এলাকাবাসীকে নিয়ে অনুষ্ঠিত হয় দোয়া ও মোনাজাত।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বানেছার বড় ছেলে জান মোহাম্মদ বলেন, ‘আল্লাহ তায়ালার অশেষ রহমতে আমার মা ৯৫ বছর বয়সেও এখনো সুস্থ-সবলভাবে চলাফেরা করছেন। মায়ের ইচ্ছার কথা শুনে আমরা ভাইবোন এমন উদ্যোগ নিয়েছি।’

তিনি আরও বলেন, ‘১৩০০ মানুষের এমন আয়োজনে আমরা মাকে হাসি-খুশি দেখতে পেয়েছি। এতে আমাদের গর্বে বুকটা ভরে গেছে।’

এলাকার মুরুব্বি জহির উদ্দিন বলেন, ‘খাওয়া-দাওয়াটা বড় কথা নয়, এমন এক দৃষ্টান্ত আমাদের মনে বড় সম্প্রীতির বন্ধন গড়ে তুলেছে। যা আমার এই বয়সেও মনে থাকবে।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মৃত্যুর আগেই ‘চল্লিশা’, এলাকাবাসীকে খাওয়া হলো গরু-খাসি

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

ঘুরে ঘুরে সবার খাওয়া-দাওয়া দেখছিলেন বানেছা বেগম। ৯৫ বছর বয়সেও চলাফেরা করতে পারেন তিনি। বানেছা বেগম বলেন, ‘মরার পরে যদি কেউ চল্লিশা না করে, তাই আগেই করলাম। তাতে সবাইকে খাওয়ানোও হলো, দোয়াও পেলাম। এখন মনে শান্তি লাগছে। মরার পরে না, বেঁচে থাকতেই মানুষের দোয়া পাওয়া যে কত সুন্দর!’

সাখাওয়াত হোসেন/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।