সুন্দরবনে অপহৃত ছয় নারীসহ ৩৩ জেলে উদ্ধার

সুন্দরবনে অপহৃত ছয় নারীসহ ৩৩ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। তাদের বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তারা সবাই খুলনার কয়রার বাসিন্দা।
বৃহস্পতিবার সকালে কোস্টগার্ড সদরদপ্তরের (ঢাকা) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি জানান, মুক্তিপণের জন্য পশ্চিম সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফের বাহিনী ১৬টি নৌকাসহ ৩৩ জন জেলেকে জিম্মি করে। এমন তথ্যের ভিত্তিতে বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মোংলা ও নলিয়ান কোস্টগার্ড সুন্দরবনের করকরি নদীর মাল্লাখালী এলাকায় অভিযান চালানো হয়।
এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে দ্রুত বনের গহীনে পালিয়ে যায়। পরে ওই এলাকা থেকে ছয় নারীসহ ৩৩ জেলে ও ১৬টি বোট উদ্ধার করা হয়।
কোস্টগার্ড আরও জানায়, উদ্ধার হওয়া এসব জেলেরা বুধবার সকালে মাছ ও কাঁকড়া আহরণের জন্য খুলনার কয়রা এলাকা থেকে সুন্দরবনের গহীনে গিয়েছিলেন। তখন করিম শরীফ বাহিনী তাদের অপহরণ করে জনপ্রতি ১০ হাজার টাকা করে মুক্তিপণ দাবি করে।
আবু হোসাইন সুমন/জেডএইচ/এএসএম