মো. আনোয়ারুল ইসলাম

ডিসেম্বরকে টার্গেট করে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নরসিংদী
প্রকাশিত: ০৭:৫০ পিএম, ০৯ এপ্রিল ২০২৫

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনই আমাদের মূল ফোকাস। আগামী ডিসেম্বরকে টার্গেট করে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। এরপরও রাজনৈতিক ঐকমত্য ও সরকারের সিদ্ধান্তে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে বলে মন্তব্য করেন।

বুধবার (৯ এপ্রিল) বিকেলে ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ডিসেম্বরকে টার্গেট করে আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। ভোটার লিস্ট হালনাগাদ শেষের দিকে। ১১ এপ্রিল এর কাজ শেষ হবে। একটি দলের নির্বাচনে অংশগ্রহণ সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত। অতীতের মতোই রাজনৈতিক দলের নিবন্ধন বিষয়ক কার্যক্রম চলবে। ব্যালট পেপারে কোনো মার্কা থাকবে সে বিষয়ে সিদ্ধান্তের সময় এখনো আসেনি। এবার পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটার বেশি দেখা যাচ্ছে।

নির্বাচন কমিশনার বলেন, স্থানীয় সরকার নির্বাচন এবং জাতীয় সরকার নির্বাচনে সংবিধানে নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে সংসদীয় নির্বাচন অনুষ্ঠান করা। এখন জাতীয় সংসদ হলো আমাদের মূলত কাজ। এরপর যদি রাজনৈতিক ঐকমত্য হয়, সরকার যদি মনে করে যে সরকার স্থানীয় সরকার নির্বাচন করার জন্য সর্বতোভাবে প্রস্তুত, সরকার যদি নির্বাচন কমিশনকে অনুরোধ করে তাহলে পরে নির্বাচন কমিশন সেটি করবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী সভাপতিত্বে এসময় ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনুছ আলী, পুলিশ সুপার আব্দুল হান্নান, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শাহীন আকন্দ, নরসিংদীর স্থানীয় সরকার উপ-পরিচালক মৌসুমি সরকার রাখীসহ জেলার সব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচন কর্মকর্তা প্রমুখ উপস্থিত ছিলেন।

সঞ্জিত সাহা/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।