নৌকায় মিললো ১১০ কেজি হরিণের মাংস, যুবক আটক

সুন্দরবনের ঠাকুরবাড়ি ঘাট থেকে ১১০ কেজি হরিণের মাংস জব্দ করেছে কোস্টগার্ড। একই সঙ্গে হরিণ শিকারের অভিযোগে মো. আরিফুল সরদার (২৪) নামে এক যুবককে আটক করা হয়।
কোস্টগার্ড সদরদপ্তরের (ঢাকা) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে পশ্চিম সুন্দরবনের নলিয়ানের ঠাকুরবাড়ি ঘাট এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড। এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে হরিণ শিকারি কয়েকজন দুটি নৌকায় হরিণের মাংস ফেলে পালিয়ে যায়।
পরে নৌকা দুটিতে তল্লাশি চালিয়ে ১১০ কেজি হরিণের মাংস জব্দ করা হয়। আর ধাওয়া করে এক হরিণ শিকারিকে আটক করা হয়।
জব্দকৃত হরিণের মাংস ও আটক যুবককে বনবিভাগের নলিয়ান ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে।
আবু হোসাইন সুমন/জেডএইচ/এএসএম