মাদক বিক্রির টাকাসহ গ্রেফতার স্বামী-স্ত্রী ও শ্বশুর-শাশুড়ি

মেহেরপুরে মাদক কারবারের অভিযোগে স্বামী-স্ত্রী, শ্বশুর-শাশুড়িসহ পাঁচজনকে আটক করেছে যৌথ বাহিনী।
এসময় তাদের কাছ থেকে প্রায় দুই লাখ টাকা মূল্যের ২০ গ্রাম হিরোইন ও মাদক বিক্রির নগদ ৫ লাখ ৬২ হাজার ৩২০ টাকা উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে শহরের মল্লিকপাড়া ও মিয়াপাড়ায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন মিয়াপাড়া এলাকার চঞ্চল হোসেন (৪২), তার স্ত্রী সাগরিকা খাতুন, শ্বশুর মহিরউদ্দিন (৫৫), শাশুড়ি চায়না খাতুন (৫০) এবং একই এলাকার নুরুল ইসলাম (৪৫)।
চঞ্চল হোসেন মৃত শাহাদত হোসেন সাজুর ছেলে, আর মহিরউদ্দিন কিয়ামউদ্দিনের ছেলে।
অভিযান চলাকালে চঞ্চল ও মহিরউদ্দিনের বাড়ি থেকে হিরোইন এবং বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়। এসব হিরোইনের বাজারমূল্য প্রায় দুই লাখ টাকা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট খাইরুল ইসলাম জানান, ঘটনাস্থলেই বসানো হয় ভ্রাম্যমাণ আদালত। যেখানে নুরুল ইসলামকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। অন্য চার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
আসিফ ইকবাল/জেডএইচ/এএসএম