এনসিপি নেতাকে হুমকি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে শোকজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৯:৫৬ এএম, ০৮ এপ্রিল ২০২৫
শাহেদ মো. রিজভী

জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য খালেদ সাইফুল্লাহ জুয়েলকে হামলার হুমকির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতাকে শোকজ করা হয়েছে। অভিযুক্ত ওই নেতার নাম শাহেদ মো. রিজভী। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোর জেলা শাখার যুগ্ম-আহ্বায়ক।

সোমবার (৭ এপ্রিল) জেলা কমিটির আহ্বায়ক রাশেদ খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিতে অভিযুক্তকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দুই কার্যদিবসের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়।

শাহেদ মো. রিজভী কারণ দর্শানো নোটিশ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য খালেদ সাইফুল্লাহ জুয়েল জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দকে না জানিয়ে আওয়ামী লীগের গুণ্ডা-পাণ্ডা নিয়ে ঈদ সামগ্রী বিতরণ করেছেন। এ নিয়ে কথা বলায় অসদাচরণের অভিযোগে তাকে শোকজ করা হয়েছে।

জানা গেছে, গত ২৯ মার্চ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার আহ্বায়ক কমিটির হোয়াটসঅ্যাপ গ্রুপে অন্য একজন সদস্যকে এনসিপি নেতা খালেদ সাইফুল্লাহসহ অন্যান্যদের ওপর হামলার উসকানি দেন রিজভী।

তার বিরুদ্ধে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ যশোরের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে অসদাচরণের অভিযোগ রয়েছে।

মিলন রহমান/এমএন/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।