নারায়ণগঞ্জে মাটি চাপা পড়ে শ্রমিক নিহত, আহত ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ১০:০৫ পিএম, ০৭ এপ্রিল ২০২৫

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ডাইং কারখানায় মাটি খোঁড়ার সময় মাটি চাপা পড়ে আরাফুল ইসলাম (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (৭ এপ্রিল) বিকেলে ফতুল্লা ইউনিয়ন পরিষদ সংলগ্ন দৃপ্তি ডাইংয়ে এ ঘটনা ঘটে। এসময় রাকিব, হৃদয় ও সোহেল নামের আরও তিন যুবক আহত হন।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, দৃপ্তি ডাইংয়ে চার শ্রমিক মাটি খোঁড়ার কাজ করছিলেন। তারা নিরাপত্তার ব্যবস্থা না করেই মাটি খুঁড়ে প্রায় ১০ ফিট গভীরে চলে যান। এসময় এক পাশের মাটি ও ইটের দেওয়াল তাদের ওপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আশরাফুল ইসলাম নামের এক শ্রমিক নিহত হন। আহত তিনজনকে উদ্ধার করে শহরের খানপুর হাসপাতালে ভর্তি করা হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, তাৎক্ষণিকভাবে নিহত ও আহত শ্রমিকদের পরিচয় পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মোবাশ্বির শ্রাবণ/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।