ময়মনসিংহ মেডিকেলে পরিচয়হীন দুই নবজাতক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ১১:২৯ এএম, ০৭ এপ্রিল ২০২৫

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পরিচয়হীন অবস্থায় তিন নবজাতককে চিকিৎসা দেওয়া হচ্ছিল। এরমধ্যে মারা গেছে একজন। বর্তমানে আরও দুটি নবজাতক চিকিৎসাধীন।

রোববার (৬ এপ্রিল) রাত ১২টার দিকে জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. সফিকুল ইসলাম।

বিজ্ঞাপন

তিনি বলেন, নবজাতকগুলো হাসপাতালের ২৫ নম্বর নবজাতক ওয়ার্ডের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) রয়েছে। চিকিৎসক ও নার্সরা তাদের সেবা দিচ্ছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের এক চিকিৎসক জানান, ৭ মার্চ হাসপাতালের টয়লেটে পড়ে ছিল একটি নবজাতক। একজন কর্মচারী দেখতে পেয়ে তাকে উদ্ধার করে। এরপর ২৫ নম্বর ওয়ার্ডে ভর্তি করার পর তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। এই নবজাতকটি পাওয়া যাওয়ার কিছুদিন আগে আরও দুটি নবজাতক পাওয়া যায়। তাদের মধ্যে ইতোমধ্যে একটি নবজাতক মারা গেছে। অবৈধ মেলামেশায় সন্তান জন্মের পর হাসপাতালে ফেলে চলে যাওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি আরও জানান, ঈদুল ফিতরের আগেও তিনটি নবজাতক সুস্থ ছিল। কিন্তু ঈদের পর একজনের মৃত্যু হয়। দুই নবজাতক একই ওয়ার্ডের এনআইসিইউতে রয়েছে। তাদের মধ্যে একটি মেয়ে ও আরেকটি ছেলে। এই নবজাতকদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সন্তানহীন সচ্ছল পরিবারদের হাতে তুলে দেওয়া প্রয়োজন।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

এ বিষয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাঈন উদ্দিন বলেন, এই মুহূর্তে পরিচয়হীন কয়জন নবজাতক হাসপাতালে আছে, তা আমার মনে নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কামরুজ্জামান মিন্টু/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।