তিতাস নদীতে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৯:২৭ এএম, ০৭ এপ্রিল ২০২৫

কুমিল্লার হোমনায় নদীতে গোসলে নেমে নিখোঁজের একদিন পর দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

এর আগে শনিবার (৫ এপ্রিল) বেলা ১১টায় শ্রীমদ্দি গ্রামের গাঙকূল বাড়ির ঘাট থেকে শিশু মারিয়া (১১) এবং ১২টার দিকে কান্ধা ঘাটে শিশু মাহবুব (৯) নিখোঁজ হয়।

বিজ্ঞাপন

ঈদের ছুটিতে মাহবুব তার নানার বাড়ি এবং মারিয়া আক্তার তার বোনের বাড়ি বেড়াতে এসেছিল।

নিহত মাহবুব নরসিংদীর রায়পুর উপজেলার বিল্লাল মিয়ার ছেলে এবং হোমনা উপজেলার পুজুর কান্দি গ্রামের আলী নেয়ারজের মেয়ে মারিয়া।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, শনিবার পৃথকভাবে দুজন তিতাস নদীতে গোসল করতে যায়। একপর্যায়ে পানিতে তলিয়ে যায় তারা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে শনিবার রাত পর্যন্ত চেষ্টা চালিয়ে তাদের উদ্ধারে করতে পারেননি। রোববার বেলা ১১টার দিকে শিশু মাহবুবের লাশ নদীর পানিতে ভেসে উঠলে তাকে উদ্ধার করা হয়। অপরদিকে বিকেল ৫টায় একই অবস্থায় নদীর পানিতে ভেসে উঠে মারিয়ার মরদেহ।

ফায়ার সার্ভিসের ইনচার্জ দিদারুল আলম বলেন, শনিবার দুপুর থেকে নিখোঁজ দুই শিশুকে ডুবুরিদের সহায়তায় খুঁজে পাওয়া যায়নি। রোববার সকালে মাহবুবের লাশটি ভেসে উঠলে উদ্ধার করা হয়। অপর শিশু মারিয়ার লাশ বিকেলের দিকে নদী থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা বলেন, ফায়ার সার্ভিসের ডুবুরিদের সহায়তায় নিখোঁজ শিশুদের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনদের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাহিদ পাটোয়ারী/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।