ভাড়া বেশি নেওয়ার প্রতিবাদ করায় বাসের ভেতরেই যাত্রীকে ছুরিকাঘাত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শেরপুর
প্রকাশিত: ০৫:০৬ পিএম, ০৬ এপ্রিল ২০২৫
তাকিফ পরিবহনের এই বাসে ছুরিকাঘাতের ঘটনা ঘটে

ঈদুল ফিতরের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ। এরই মধ্যে কোথাও কোথায় বাস ভাড়া নিয়ে শুরু হয়েছে ভোগান্তি। এরমধ্যে অতিরিক্ত ভাড়া নেওয়ার প্রতিবাদ করায় শেরপুরে এক যাত্রীকে ছুরিকাঘাত করেছেন বাসের হেলপার।

রোববার (৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে শেরপুর পৌর শহরের অষ্টমীতলা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

আহত যুবকের নাম শাকিল মাহমুদ (২৩)। তিনি শেরপুরের নকলা উপজেলার বারইকান্দি গ্রামের বাসিন্দা। তাকে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, ঝিনাইগাতী থেকে ঢাকাগামী তাকিফ পরিবহনের একটি বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছিল। নির্ধারিত ভাড়া ৫০০ টাকা হলেও যাত্রীদের কাছ থেকে জোরপূর্বক ৮০০ টাকা করে নিচ্ছিল বাস কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এসময় যাত্রী শাকিল মাহমুদ এর প্রতিবাদ করেন। তখন বাসের হেলপার জসিম তার সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে শাকিলকে পেছন থেকে ছুরি দিয়ে আঘাত করেন। পরে বাসের চালক আলমগীর চালকের সিট ছেড়ে এসে যাত্রী শাকিলকে গালাগাল করে মারধর করেন ও প্রাণনাশের হুমকি দেন।

এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হলে ক্ষোভ দেখা দেয় যাত্রীদের মাঝে।

খবর পেয়ে শেরপুর সদর থানার পুলিশ অভিযান চালিয়ে বাসচালক আলমগীরকে (৩৫) আটক করে। একই সঙ্গে থানায় নিয়ে আসা হয় বাসটিকে। তবে ঘটনার পরপরই মূল অভিযুক্ত হেলপার জসিম পালিয়ে যান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

শেরপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ বলেন, চালককে আটক করে বাসটি জব্দ করা হয়েছে। আহত যাত্রীকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর পলাতক হেলপারকে ধরতে অভিযান চলছে।

ইমরান হাসান রাব্বী/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।