সীতাকুণ্ডে অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ০৬:১২ এএম, ০২ এপ্রিল ২০২৫

চট্টগ্রামের সীতাকুণ্ডে তানজিনা আকতার (২২) নামে ১৪ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১ এপ্রিল) বিকেলে উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের ফুলগাজিয়া গ্রামে নিজ ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

তানজিনা ওই এলাকার মনজুর আলমের স্ত্রী। সে ১৪ সপ্তাহের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার বিকেলের দিকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে তাৎক্ষণিক গলায় ওড়না প্যাঁচানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে ঘটনাস্থল থেকে সীতাকুণ্ড মডেল থানার এসআই মো. লোকমান জানান, মরদেহটি উদ্ধার করা হয়েছে। কি কারণে ঘটনাটি ঘটেছে এখনো কিছু জানা যায়নি। তবে কারণ জানতে ভিকটিমের শ্বশুর বাড়ির পরিবার ও বাপের বাড়ির পরিবারের সঙ্গে কথা বলছি।

এম মাঈন উদ্দিন/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।