ঈদে ফাঁকা গাজীপুরের নিরাপত্তায় সেনাবাহিনীর টহল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ১১:৩২ পিএম, ৩১ মার্চ ২০২৫

ঈদুল ফিতর উপলক্ষে অধিকাংশ মানুষ গ্রামের বাড়িতে যাওয়ায় গাজীপুর মহানগরীর প্রধান সড়ক ও ব্যস্ত এলাকাগুলো তুলনামূলক ফাঁকা হয়ে গেছে। নগরীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী নিয়মিত টহল পরিচালনা করছে।

সোমবার (৩১ মার্চ) সন্ধ্যা ৭টা থেকে গাজীপুর সেনা ক্যাম্পের পক্ষ থেকে চান্দনা চৌরাস্তা থেকে টঙ্গী পর্যন্ত টহল পরিচালিত হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, শহরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সেনা টহল পরিচালনার ফলে সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছেন। স্থানীয়রা জানিয়েছেন, ঈদের ছুটির সময় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত হওয়ায় তারা আরও নির্ভার অনুভব করছেন।

সেনাবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, নগরীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এই টহল কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মো. আমিনুল ইসলাম/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।