সিরাজগঞ্জে সুলতানি আমলের ঈদ মিছিল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৯:২৬ পিএম, ৩১ মার্চ ২০২৫

সিরাজগঞ্জের বেলকুচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে সুলতানি আমলের আদলে ঈদ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ মার্চ) সকাল ১০টার দিকে বেলকুচি পৌর শহরের আল-আমান বাহেলা খাতুন জামে মসজিদের সামনে থেকে জাতীয় নাগরিক পাটির (এনসিপি) ব্যানারে এ আনন্দ মিছিল হয়।

মিছিলটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। মিছিলে ঈদের জামাত শেষ হতেই হাতি ও ঘোড়ার গাড়ি নিয়ে বেজে ওঠে ব্যান্ডপার্টির বাজনা। সুমধুর সুরে ‘ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশীর ঈদ' গান বাজতে থাকে। নামাজ শেষে কয়েকশ মানুষ এ মিছিলে অংশ নেন।

বিজ্ঞাপন

সিরাজগঞ্জে সুলতানি আমলের ঈদ মিছিল

আনন্দ মিছিলে অংশগ্রহণকারি শ্রমিক আওয়াল সেখ বলেন, বেলকুচিতে এবারই প্রথম এভাবে ঈদ উদযাপিত হলো। আমার খুবই ভালো লেগেছে। আমি পুরো সময় মিছিলে ছিলাম। প্রতিবছর এমন আয়োজন প্রত্যাশা করি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার বলেন, আমাদের উদ্দেশ্য হারিয়ে যাওয়া ঐতিহ্যগুলো ফিরিয়ে আনা। ঈদের এই আনন্দ মিছিল তারই একটি অংশ। ভবিষ্যতে আরও বড় পরিসরে এই আয়োজন করা হবে।

সিরাজগঞ্জে সুলতানি আমলের ঈদ মিছিল

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেলকুচির প্রতিনিধি মুসা হাশেমী, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলাম, যুগ্ম সদস্যসচিব ইফতেখার আলম আসাদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মিছিলে অংশ নেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এম এ মালেক/এমএন/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।