সুনামগঞ্জে যাত্রীবাহী নৌকা ডুবে শিশুসহ নিহত ৪

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ১২:৩১ এএম, ৩০ মার্চ ২০২৫
সুরমা নদী/ফাইল ছবি

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় সুরমা নদীতে যাত্রীবাহী নৌকা ডুবে দুই শিশুসহ চারজন নিহত হয়েছেন।

শনিবার (২৯ মার্চ) রাতে উপজেলার বেইলি ইউনিয়নের মদনা গ্রামের পাশে সুরমা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন- জামালগঞ্জের নোয়াপাড়া গ্রামের বিউটি চক্রবর্তী (৪৫), নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার আতনি গ্রামের কল্পনা সরকার (৫০), রুদ্রা জয়ন্তী সরকার (৬) ও কলমাকান্দা উপজেলার ভাটিপাড়া গ্রামের গঙ্গা সরকার (৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার মধ্যনগর উপজেলা থেকে একটি ইঞ্জিনচালিত নৌকা ৭০ জন যাত্রী এবং প্রচুর মালামাল নিয়ে জামালগঞ্জ উপজেলা শহরে আসছিল। অতিরিক্ত যাত্রী বহনের কারণে সুরমা নদীতে নৌকাটি ডুবে যায়। অনেক যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও চারজনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহতদের সবাই নেত্রকোনা জেলার বিভিন্ন উপজেলা থেকে জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে আত্মীয়বাড়ি বেড়াতে এসেছিলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তারা ঘটনাস্থলে রওনা দিয়েছেন।

লিপসন আহমেদ/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।