নারায়ণগঞ্জে ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া রোধে মাঠে ভ্রাম্যমাণ আদালত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৬:৩৪ পিএম, ২৮ মার্চ ২০২৫

নারায়ণগঞ্জে ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া প্রতিরোধে জেলা প্রশাসনের উদ্যোগে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৮ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জের সাইনবোর্ড, ভূইঘর ও শিবু মার্কেট এলাকায় ফতুল্লার সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান আদালত পরিচালনা করেন।

বিজ্ঞাপন

এসময় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে নদী পরিবহন, তিশা পরিবহন ও আল মোবারকা পরিবহনকে ২১ হাজার টাকা জরিমানা করেন আদালত। সেইসঙ্গে পরবর্তীতে আবারও এমন অভিযোগ হলে কারাদণ্ডসহ কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান বলেন, ঈদযাত্রা স্বস্তির করতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন তৎপর রয়েছে। জেলা প্রশাসকের নির্দেশে অভিযান অব্যাহত রেখেছি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মোবাশ্বির শ্রাবণ/এমএন/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।