রাজশাহীতে চলছে ঈদগাহের প্রস্তুতি, প্রধান জামায়াত সকাল ৮টায়

দুয়ারে কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। তাই দ্রুত প্রস্তুত করা হচ্ছে রাজশাহীর ঈদগাহগুলো। এবার এ জেলায় ঈদের প্রধান জামায়াত হবে সকাল ৮টায়। এছাড়া বেশিরভাগ ঈদ জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ৭টা থেকে ৮টার মধ্যে।
এদিকে ঈদকে কেন্দ্র করে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ। থাকছে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা।
এবার ঈদে ইসলামিক ফাউন্ডেশন বা রাজশাহী জেলা প্রশাসন ঈদের নামাজের সময়সূচি নির্ধারণ করে দেয়নি। সংশ্লিষ্ট মসজিদ কমিটি আলোচনা করে নিজ নিজ ঈদগাহের ঈদ জামাতের সময়সূচি নির্ধারণ করবে। তারা তাদের সুবিধামতো নামাজের সময় নির্ধারণ করবে এবং মাইকিং করে জানিয়ে দেবে।
ইসলামিক ফাউন্ডেশন রাজশাহীর পরিচালক আব্দুর রাজ্জাক বলেন, রাজশাহীতে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে হযরত শাহ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৮টায়। তবে বৃষ্টির মতো কোনো প্রতিকূল পরিস্থিতি সৃষ্টি হলে একই সময়ে ঈদের প্রধান জামাত হবে হযরত শাহ মখদুম (রহ.) দরগা জামে মসজিদে। আর সে ক্ষেত্রে মানুষ বেশি হলে ৪৫ মিনিটের ব্যবধানে দরগাহ মসজিদে পর পর ঈদের দ্বিতীয় ও তৃতীয় জামাত হবে।
তিনি আরও বলেন, রাজশাহীতে বেশিরভাগ ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ৭টা থেকে ৮টার মধ্যেই। এরমধ্যে রাজশাহী সাহেব বাজার বড় মসজিদে ঈদের জামায়াত হবে সকাল সোয়া ৮টায়। নগরীর টিকাপাড়া ঈদগাহ মাঠে দুটি ঈদের জামায়াত হবে।
প্রথমটি হবে সকাল সাড়ে ৭টায়, দ্বিতীয়টি সকাল সাড়ে ৮টায় হবে। রুয়েটে ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঈদের জামায়াত হবে সকাল ৮টায়।
এদিকে ঈদুল আজহার নামাজ আদায়ের জন্য রাজশাহীতে ছোট-বড় সব ঈদগাহ প্রস্তুত করা হচ্ছে। কোনো কোনো মাঠে বাঁশ ও কাঠ দিয়ে ইতোমধ্যে ফ্রেম তৈরি করা হয়েছে। অনেক মাঠেই টানা হচ্ছে বৈদ্যুতিক তার। তৈরি করা হচ্ছে গেটও। রাজশাহী প্রধান ঈদগাহ, টিকাপাড়া ঈদগাহসহ বেশ কিছু মাঠের কাজ সম্পন্ন করা হচ্ছে।
এদিকে ঈদকে কেন্দ্র করে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।
মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-কমিশনার সাবিনা ইয়াসমিন বলেন, ঈদ জামায়াতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবে পুলিশ। সাদা পোশাকে গোয়েন্দা পুলিশও নিরাপত্তার বিষয়টি দেখবে।
তিনি আরও বলেন, এবার ১০ রোজার পর থেকেই তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঈদের জামায়াতের ক্ষেত্রে সেটিই থাকবে।
সাখাওয়াত হোসেন/জেডএইচ/এমএস