গাজীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, নিহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ১১:১৫ এএম, ২৮ মার্চ ২০২৫

গাজীপুর সদর উপজেলার হোতাপাড়ায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে মুরগিবাহী পিকআপের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন।

শুক্রবার (২৮ মার্চ) সকাল ৭টার দিকে হোতাপাড়া এলাকায় সানপাওয়ার সিরামিকস কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

গাজীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, নিহত ২

নিহতদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি, তবে তাদের নাম রাজু ও জিয়ারু বলে জানা গেছে। একজন পিকআপের হেলপার, আরেকজন মুরগি ব্যবসায়ী ছিলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমদ জানান, দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ময়মনসিংহগামী মুরগিবাহী পিকআপ সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মুরগিবাহী পিকআপের হেলপার ও ব্যবসায়ীর মৃত্যু হয়। এছাড়া পিকআপ চালক গুরুতর আহত। তাকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

মো. আমিনুল ইসলাম/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।