তিন পার্বত্য জেলায় সকাল-সন্ধ্যা হরতাল চলছে


প্রকাশিত: ০৮:০৬ এএম, ২৬ মে ২০১৬

তিন পার্বত্য জেলা রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হচ্ছে। বাঙালিভিক্তিক তিনটি স্থানীয় সংগঠন প্রধানমন্ত্রীর ঘোষণা করা পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাক্যাম্প প্রত্যাহার বাতিলের দাবিতে এ হরতাল কর্মসূচির আহ্বান করে।

হরতালের সমর্থনে বৃহস্পতিবার ভোর ৬টা থেকে ৩ জেলা সদরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পিকেটিং চলছে। হরতালের কারণে তিন পার্বত্য জেলায় সড়ক ও নদীপথে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

শহরে কোথাও কোথাও দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও সরকারি বেসরকারি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে স্বাভাবিক কাজকর্ম চলছে। চলতি এইচএসসি পরীক্ষাও চলছে যথারীতি।

তবে হরতালের কারণে দুর্ভোগের মধ্যে পরীক্ষা দিতে হচ্ছে তিন পার্বত্য জেলার পরীক্ষার্থীদের। হরতালে এ পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর যাওয়া যায়নি।

সংগঠনগুলোর দায়িত্বশীল নেতারা জানান- আজ তিন পার্বত্য জেলায় সকাল-সন্ধ্যা স্বতঃস্ফূর্ত হরতাল পালিত হচ্ছে। পাহাড়ে অপহরণ, মুক্তিপণ, গুম, চাঁদাবাজি, খুন, ধর্ষণ, রাহাজানি ও টোকেন বাণিজ্য বন্ধ না করা পর্যন্ত পার্বত্য চট্টগ্রামে রাষ্ট্রের প্রয়োজনে সেনাবাহিনীর অবস্থান থাকতে হবে।

এছাড়া সেনাবাহিনীর অনুপস্থিতিতে পার্বত্য এলাকায় বিভিন্ন দেশের বিচ্ছিন্নতাবাদীরা অপরাধের স্বর্গরাজ্য ও নিরাপদ আস্তানা গড়ে তুলবে। সেজন্য প্রধানমন্ত্রীর সেনাক্যাম্প প্রত্যাহারের ঘোষণা অবিলম্বে বাতিল করতে হবে। অন্যথায় পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে।

সুশীল প্রসাদ চাকমা/এসএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।