ব্রাহ্মণবাড়িয়ায় দুর্ঘটনায় প্রাণ গেলো প্রবাস ফেরত যুবকের

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাক্টরচাপায় মো. আরিফ মিয়া (২১) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ মার্চ) সন্ধ্যায় ইফতারের আগ মুহূর্তে বিশারাবাড়ি গ্রামের ব্র্যাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফ মেহারি ইউনিয়নের চৌবেপুর গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে।
এ ঘটনায় হাসান নামে আরেক যুবক গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর আহত অবস্থায় স্থানীয়রা তাদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আরিফকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আর উন্নত চিকিৎসার জন্য হাসানকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছেন চিকিৎসক।
নিহতের চাচাতো ভাই ইসমাইল রেজা বলেন, আরিফ মালয়েশিয়া প্রবাসী ছিল। কিছুদিন আগে সে বাড়িতে আসে। এর আগে সে মালয়েশিয়াতে ৫ মাস জেলে ছিল। তার মৃত্যুতে পরিবারের শোকের মাতম চলছে।
কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. রাবেয়া আক্তার জানান, ইফতারের আগ মুহূর্তে মুমূর্ষু অবস্থায় দুইজন ছেলেকে হাসপাতালে আনা হয়। এরমধ্যে আরিফ নামে একজন ঘটনাস্থলেই মারা যান ও আরেকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুইজনেই মাথায় আঘাতপ্রাপ্ত।
আবুল হাসনাত মো. রাফি/