পাথর নিক্ষেপে চালক আহত, দেড়ঘণ্টা পর ছাড়লো ট্রেন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০২:২০ এএম, ২৮ মার্চ ২০২৫

ময়মনসিংহের গৌরীপুরে চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেসে পাথর নিক্ষেপে চালক আহত হওয়ার পর ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। দেড় ঘণ্টা পর ট্রেনটি ছেড়ে গেলে যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে আসে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) দিনগত রাত পৌনে ১টার দিকে ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে গেছে বলে জাগো নিউজকে জানিয়েছেন গৌরীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আবুল কালাম।

বিজ্ঞাপন

তিনি বলেন, দুর্বৃত্তের ছোড়া পাথরের আঘাতে ট্রেনের চালক হাফিজুর রহমান আহত হন। এমতাবস্থায় ট্রেনটি বন্ধ করে চালককে চিকিৎসা দেওয়া হয়। পরে ময়মনসিংহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা আরেকজন চালককে পাঠালে ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়।

আবুল কালাম বলেন, আহত চালককে স্থানীয় ফার্মেসিতে চিকিৎসা দেওয়া হয়। পাথর নিক্ষেপে জড়িতদের আইনের আওতায় আনতে চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে রাত ১১টার দিকে জেলার গৌরীপুর স্টেশন থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। ট্রেনটি স্টেশন এলাকা পার হওয়ার মাত্র ৫ মিনিটের মধ্যেই দুর্বৃত্তরা ট্রেনে পাথর নিক্ষেপ করে। এতে একটি পাথর চালক হাফিজুর রহমানের ঠোঁটে লাগে। এসময় আহত অবস্থায় ঠোঁট দিয়ে রক্ত ঝরতে থাকলে চালক ট্রেন থামাতে বাধ্য হন। ট্রেন পেছনে ফিরিয়ে এনে গৌরীপুর স্টেশনে রাখা হয়। বিকল্প লাইন থাকায় এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। তবে দীর্ঘক্ষণ ট্রেন বন্ধ থাকায় যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

কামরুজ্জামান মিন্টু/জেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।