দায়িত্বপালন শেষে থানায় ফেরার পথে প্রাণ গেলো পুলিশ কর্মকর্তার

দায়িত্বপালন শেষে থানায় ফেরার পথে বালুবোঝাই ট্রাকের চাপায় সাভার থানার পুলিশের এক উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকটি জব্দ ও চালককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ মার্চ) বেলা ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের বলিয়ারপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফজলুর রহমান ময়মনসিংহের নান্দাইল উপজেলার সুনু ভূঁইয়ার ছেলে। তিনি সাভার থানার উপপরিদর্শক (এসআই) পদে কর্মরত ছিলেন। তিনি গত বছরের নভেম্বরে সাভার থানায় যোগদান করেন।
সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, ফজলুর রহমান সাভারের আমিনবাজারে দায়িত্বপালন শেষে মোটরসাইকেলে করে থানায় ফিরছিলেন। বেলা ২টার দিকে বলিয়ারপুরে একটি পেট্রোল পাম্প থেকে তেল নিয়ে মহাসড়কে ওঠার সঙ্গে সঙ্গে দ্রুতগতির একটি বালুবোঝাই ট্রাক তাকে চাপা দেয়। এসময় স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে প্রথমে ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান, পরে সেখান থেকে তাকে ঢাকার স্পেশালাইজড হাসপাতালে স্থানান্তর করা হয়। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টায় তিনি মারা যান।
এ ঘটনার পর ঘাতক ট্রাকটি জব্দ ও ট্রাকচালক রাকিব হোসেনকে (২৩) আটক করা হয়েছে বলে জানান তিনি।
মাহফুজুর রহমান নিপু/জেএইচ