সিলেটে শবে কদরের রাতে মসজিদে মসজিদে মুসল্লির ঢল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিলেট
প্রকাশিত: ০১:১১ এএম, ২৮ মার্চ ২০২৫

সিলেটের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ইবাদত বন্দেগির মধ্য দিয়ে পালিত হচ্ছে পবিত্র লাইলাতুল কদর। বিশেষ এই রাতকে কেন্দ্র করে খতমে তারাবিহ শেষে সিলেটের হযরত শাহজালাল (রহ) দরগাহসহ প্রধান প্রধান মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে বিশেষ মোনাজাত করা হয়।

বৃহস্পতিবার (২৭ মার্চ) জুমাতুল বিদার রাত, খতমে তারাবিহর শেষ নামাজ ও লাইলাতুল কদরের রজনী হওয়ায় ধর্মপ্রাণ মুসল্লিরা গুনাহ মাফ করার জন্য ইবাদত বন্দেগিতে মশগুল রয়েছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার রাত ১০টার দিকে সিলেটের হযরত শাহজালাল (র.) দরগাহ মসজিদে খতমে তারাবিহ নামাজ শেষে বিশেষ ইবাদত ও মোনাজাত হয়। এতে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। যেখানে দেশের সামগ্রিক পরিস্থিতি, শান্তি, স্থিতিশীলতা এবং রাষ্ট্রীয় বিভিন্ন সমস্যা সমাধানের জন্যও আল্লাহর কাছে দোয়া চাওয়া হয়।

জুমাতুল বিদা পবিত্র রমজানের শেষ শুক্রবার ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য এক বিশেষ দিন। এ দিনটি তারা ইবাদত-বন্দেগির মাধ্যমে কাটানোর চেষ্টা করেন। বিশেষ করে রাতের বেলায় বরকতময় রজনীর সন্ধানে মসজিদে দীর্ঘসময় অতিবাহিত করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অনেকেই বিশ্বাস করেন, এই রাতে ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছ থেকে বিশেষ রহমত ও মাগফিরাত লাভ করা যায়। তাই, সিলেটের ধর্মপ্রাণ মানুষজন ব্যক্তিগত ও সমষ্টিগতভাবে ইবাদতে মশগুল থাকেন, বিশেষত লাইলাতুল কদরের সন্ধানেও মনোযোগী হন।

আহমেদ জামিল/জেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।