দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ট্রাফিক পুলিশ কর্মকর্তা নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ১০:৪০ পিএম, ২৭ মার্চ ২০২৫
ফাইল ছবি

দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কে বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংর্ঘষে ট্রাফিক পুলিশের এক কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত ব্যক্তি আব্দুল করিম (৫০) ট্রাফিক পুলিশে টিএসআই পদে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেল সাড়ে ৫টার সময় দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের কাহারোল উপজেলার সাদিপুর আদিবাসী পাড়ানামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

আব্দুল করিমের বাড়ি দিনাজপুরের শেষ সীমানা নীলফামারী জেলার সৈয়দপুর রাবেয়া নামক এলাকায়।

কাহারোল থানার ওসি তদন্ত শ্যামল বর্মন জানান, আব্দুল করিম বীরগঞ্জ উপজেলায় ডিউটি শেষে বিকেলে মোটরসাইকেলযোগে দিনাজপুরের অফিসে ফিরছিলেন। পথে তিনি দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের কাহারোল উপজেলার সাদিপুর আদিবাসী পাড়ার সামনে এলে একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ ব্যাপারে কাহারোল থানায় একটি মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

এমদাদুল হক মিলন/জেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।