উত্তরে স্বস্তির ঈদযাত্রা, নেই যানজট

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৯:১৭ পিএম, ২৭ মার্চ ২০২৫
যমুনা সেতু পশ্চিম মহাসড়কের কোথাও নেই যানজট/ছবি-জাগো নিউজ

পরিবারের সঙ্গে ঈদের ছুুটি কাটাতে বাড়ি ফিরছেন উত্তরের ঘরমুখো মানুষজন। তবে যমুনা সেতু পশ্চিম মহাসড়কের কোথাও নেই যানজট। ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছেন মানুষজন। বিগত যে কোনো সময়ের চেয়ে উত্তরের ঈদযাত্রা এবার স্বস্তিদায়ক হবে বলে দাবি করছে জেলা ও হাইওয়ে পুলিশ এবং সড়ক ও জনপথ বিভাগ।

বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেল ৫টার দিকে যমুনা সেতু পশ্চিম মহাসড়ক ঘুরে নির্বিঘ্নে মানুষকে ঈদযাত্রা উপভোগ করতে দেখা গেছে।

বিজ্ঞাপন

উত্তর ও দক্ষিণাঞ্চলের ২২টি জেলার মানুষের প্রবেশদ্বার যমুনা সেতু। এই মহাসড়কগুলো দিয়ে প্রতিদিন ১৮-২২ হাজার পণ্য ও যাত্রীবাহী যানবাহন চলাচল করে। ঈদের সময় এই সংখ্যা কয়েকগুণ বেড়ে যায়। ফলে এ সময়ে যানজটে আটকে চরম ভোগান্তিতে পড়ে মানুষ। কিন্তু এবারের ঈদযাত্রার চিত্র পুরো ব্যতিক্রম। ঢাকা-রংপুর মহাসড়কে পুরো চার লেন চালু হওয়ায় সুফল পাচ্ছে ঘরমুখো মানুষ। সড়কে নেই চিরচেনা যানজট, নেই পরিবহন সংকটও।

পরিবারের সঙ্গে ঈদের ছুুটি কাটাতে বাড়ি ফিরছেন উত্তরের ঘরমুখো মানুষজন। তবে যমুনা সেতু পশ্চিম মহাসড়কের কোথাও নেই যানজট

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৩৩ হাজার ৭৬৬টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে দুই কোটি ৭৮ লাখ ৯৯ হাজার ৯০০ টাকা।

হাটিকুমরুল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জাগো নিউজকে বলেন, মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও স্বাভাবিক রয়েছে। কোনো প্রকার জটলার সম্ভাবনা নেই। যানজট নিরসনে ছয় শতাধিক জেলা পুলিশ, ১০০ হাইওয়ে ও অর্ধশত আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্য তিন শিফটে দায়িত্ব পালন করছেন।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জাগো নিউজকে বলেন, মহাসড়কে যানজট নিরসনে যমুনা সেতুর উভয় অংশে ৯টি করে মোট ১৮টি বুথে টোল আদায় করা হচ্ছে। চারটি বুথ শুধু মোটরসাইকেলের জন্য স্থাপন করা হয়েছে। পরিবার ও পরিজন নিয়ে যানজট ছাড়াই এবার উত্তরের মানুষ ঘরে ফিরছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পরিবারের সঙ্গে ঈদের ছুুটি কাটাতে বাড়ি ফিরছেন উত্তরের ঘরমুখো মানুষজন। তবে যমুনা সেতু পশ্চিম মহাসড়কের কোথাও নেই যানজট

হাটিকুমরুল ইন্টারচেঞ্জ প্রকল্পের ব্যবস্থাপক মাহবুবুর রহমান জাগো নিউজকে বলেন, ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে নির্মাণাধীন ইন্টারচেঞ্জের সার্ভিস সড়ক খুলে দেওয়া হয়েছে। এতে একটু চাপ থাকলেও কোনো জট থাকবে না। ফলে স্বস্তি নিয়ে ঘরে ফিরবে উত্তরের মানুষ।

সিরাজগঞ্জ পুলিশ সুপার (এসপি) ফারুক হোসেন জাগো নিউজকে বলেন, যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়কের কোথাও যানজট নেই। যানজট রোধে জেলা ও হাইওয়ে পুলিশের মোবাইল টিম, মোটরসাইকেল টিম দায়িত্ব পালন করছে।

বিজ্ঞাপন

এম এ মালেক/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।