ঈদের ছুটি বাড়ানোর দাবিতে নারায়ণগঞ্জে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

নারায়ণগঞ্জে ঈদের ছুটি বাড়ানোর দাবিতে বিক্ষোভ করেছেন রাসেল গার্মেন্টস নামের একটি পোশাক করখানার শ্রমিকরা।
বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে শহরের এস এম মালেহ রোড এলাকার সড়কে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করেন। পরে শ্রমিকদের দাবি মেনে নিলে পরিস্থিতি শান্ত হয়।
স্থানীয়রা জানান, শহরের এস এম মালেহ রোড এলাকায় রাসেল গার্মেন্টসের শ্রমিকরা ছুটি বাড়ানোর দাবিতে কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে দুপুরে কারখানা থেকে রাস্তায় নেমে আসেন। তারা এস এম মালেহ রোডে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন পথচারীসহ যানবাহনের যাত্রীরা।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ শ্রমিকদের শান্ত করার চেষ্টা করেও ব্যর্থ হয়। বিকেল ৩টার দিকে আলোচনা করে শ্রমিকদের ছুটির দাবি মেনে নেওয়া হলে পরিস্থিতি শান্ত হয়। শ্রমিকরা সড়ক ছেড়ে চলে যান।
কারখানার সুইং সেকশনের শ্রমিক জয়নাল আবেদিন বলেন, সরকার ঈদে ৯ দিনের ছুটি ঘোষণা করেছে। কিন্তু কারখানা কর্তৃপক্ষ তাদের তিনদিনের ছুটি দিয়েছে। ছুটি নিয়ে কথা বলতে গেলে শ্রমিকদের মারধর ও ভয়ভীতি দেখান মালিকপক্ষের লোকজন। তাই তারা ছুটির দাবিতে আন্দোলন করেন।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির আহমেদ বলেন, মালিকপক্ষ শ্রমিকদের দাবি মেনে নিলে দুপুর আড়াইটার দিকে পরিস্থিতি শান্ত হয়। অন্য যে দাবি আছে ঈদের পর আলোচনা করে তা সমাধান করা হবে।
শিল্প পুলিশ-৪ এর পরিদর্শক (গোয়েন্দা) সেলিম বাদশা বলেন, ছুটি বাড়ানো নিয়ে রাসেল গার্মেন্টসের শ্রমিকরা বিক্ষোভ করেন। পরে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে তাদের ১০ দিনের ছুটির দাবি মেনে নেওয়া হয়। এতে শ্রমিকরা শান্ত হয়ে চলে যান।
মোবাশ্বির শ্রাবণ/এসআর/জেআইএম