বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভুটান থেকে এলো পাথর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পঞ্চগড়
প্রকাশিত: ০৮:০৩ পিএম, ২৭ মার্চ ২০২৫

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আবারও ভুটান থেকে পাথর আমদানি শুরু হয়েছে। টানা আড়াই মাস বন্ধ থাকার পর বৃহস্পতিবার (২৭ মার্চ) দেশটি থেকে চারটি পাথরবোঝাই ট্রাক এই শুল্ক স্টেশন দিয়ে বাংলাদেশে প্রবেশ করে।

স্থলবন্দর সূত্র জানায়, দেশের একমাত্র চতুর্দেশীয় বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত, নেপাল ও ভুটানের বিভিন্ন পণ্য আমদানি-রপ্তানি করা হয়। কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের স্লট বুকিংয়ের নামে গত জানুয়ারি থেকে পাথর রপ্তানি বন্ধ করে দেয় ভুটান। এতে স্থবিরতা নেমে আসে স্থলবন্দরে।

বিজ্ঞাপন

বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, ভারত ও ভুটানের অভ্যন্তরীণ জটিলতায় ভুটান থেকে পাথর আমদানি কার্যক্রম বন্ধ ছিল। তবে সব সমস্যা কাটিয়ে বৃহস্পতিবার থেকে পাথর আসা শুরু হয়েছে।

তিনি আরও বলেন, প্রথম দিনে চারটি পাথরবোঝাই ট্রাক বাংলাদেশে প্রবেশ করেছে। আশা করি, কোনো সমস্যা না হলে ঈদের বন্ধের পর থেকে যথারীতি ভুটান থেকে পাথর আমদানি হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সফিকুল আলম/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।